নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন কমিউনিটির পুলিশের সহ-সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোর্শেদ উদ্দীন বাবুকে (৪২) কুপিয়েছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। রোববার রাত ৮টার দিকে ইউনিয়নের উত্তরপাড়া বাবুর দোকানে তাকে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোর্শেদ উদ্দীন বাবু জানান, উত্তরপাড়ায় তার দোকানে বসে বেচাকেনা করার সময় আকস্মিক তার উপর হামলে পড়ে সন্ত্রাসীরা। স্থানীয় মৃত শাহ আলমের পুত্র চিহ্নিত সন্ত্রাসী আমির হোসেন বাডুর নেতৃত্বে তার ভাই আবদুস সালাম পুতু ও জাগির হোসেনসহ ৫/৬জন মিলে দা ও লাঠি নিয়ে বাবুকে হামলা করে। কিছু বুঝে উঠার আগেই হামলকারীরা বাবুকে উপর্যপুরি কোপায় এবং লাঠি দিয়ে আঘাত করে। লোকজন এগিয়ে এলে এক পর্যায়ে হামলাকারীরা চলে যায়। পরে গুরুতর আহত বাবুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
হামলার শিকার মোর্শেদ উদ্দীন বাবু জানান, আমির হোসেন বাডু ডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িত ছিলো। এসব ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে ৪/৫টি মামলা রয়েছে। একটি অস্ত্র মামলায় তার ১৭ বছরের সাজা হয়। কিন্তু উচ্চ আদালতে স্টে করে রেখেছে। ওই সময় তাদের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করা বাবুর উপর হামলা করেছিলো আমির হোসেন বাডুর এক ভাই। ওই ঘটনায় বাবু মামলা দায়ের করেছিলো। সে মামলার ক্ষ্ব্ধুতার অংশ হিসেবে আবারো তার উপর জঘন্য এই হামলা করা হয়েছে। এই ঘটনার মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।