প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলার জনপ্রিয় ছাত্র ও সমাজ কল্যাণ মূলক সংগঠন “দিকদর্শন ছাত্র সংঘ”র কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষে উখিয়া উপজেলার ১১সদস্য বিশিষ্ট আংশিক আগামী ছয় মাসের জন্য অনুমোদন করেন সংগঠনের প্রতিষ্ঠা ও সভাপতি ওসমান সরওয়ার টিপু।ইমরান আল মাহমুদকে সভাপতি,রিদুয়ান মাহমুদ আকাশকে সাধারণ সম্পাদক ও শাহিন উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে উক্ত কমিটি অনুমোদন করা হয়।ব্যস্ততার কারণে সংগঠনের ফাইলে যুক্ত করা হয়নি।তবে কোনো আপত্তি ছাড়া কমিটির কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করেন প্রতিষ্ঠাতা ওসমান সরওয়ার টিপু।নবনির্বাচিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান
কমিটি নিম্নোক্ত ঃ
১।ইমরান আল মাহমুদ-সভাপতি
২।মোঃ জামাল উদ্দিন-সিঃসহ
সভাপতি-
৩।ওমর ফারুক বাচ্চু -সহ সভাপতি-
৪।রিদুয়ান মাহমুদ আকাশ-সাধারণ সম্পাদক –
৫।সাদমান সাকিব-সিঃ যুগ্ন সম্পাদক –
৬।রিদুয়ানুল হক সোহাগ-যুগ্ন সম্পাদক –
৭।শাহিন উদ্দিন-সাংগঠনিক সম্পাদক –
৮।ইমরান হোসেন-সহ সাংগঠনিক সম্পাদক
৯।তাওহীদুল ইসলাম রাপী-দপ্তর সম্পাদক –
১০।মোহাম্মদ ইউছুফ-ধর্ম বিষয়ক সম্পাদক
১১।আলি আহমদ-প্রচার সম্পাদক –
দিকদর্শন ছাত্র সংঘের উখিয়া উপজেলা কমিটি অনুমোদন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
