হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদে আন্তজার্তিক নারী দিবস-২০২০ পালিত হয়েছে। ৮মার্চ সকাল ১০টায় পরিষদের উদ্যোগে ও এনজিও ওয়াল্ড ভিশনের সহযোগিতায় চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী’র নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পরিষদে এসে শেষ। এরপর পরিষদ প্রঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিতত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এসময় ইউপি সদস্য আবুল হোসেন, বশির আহমদ, ফরিদা বেগম, নাসরিন পারভিন, মর্জিনা আক্তার, সচিব শেখ ফরিদুল আলম, সাবেক মেম্বার ছালেহ আহমদ, স্থানীয় আ’লীগ নেতা মুফিজুর রহমান, মৌলভী ফেরদৌস আহমদসহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় আইনী ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নারী-পুরুষের সমঅধিকারের প্রতি সংবেদনশীল হতে হবে। বর্তমান সরকার নারীর উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদেরও শিক্ষা গ্রহণ করে সচেতন হতে হবে এবং বর্তমান সামাজিকতার গন্ডি পেরিয়ে এগিয়ে আসতে হবে।