মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই চির অমর বাণীটা সত্যি প্রমানিত করলেন, পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলার কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্ররা। শুক্রবার বিকেলে বাস টার্মিনাল এলাকায় এক অসহায় অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদানের মাধ্যমে এর প্রমাণ দেন তারা। অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন আলীকদম ইউনিয়ন পরিষদের সদস্য আবু সালাম, আলীকদম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এস এম জিয়াউদ্দিন জুয়েলসহ উন্নতির ছোঁয়া ফ্রেন্ড সার্কেল অফ আলীকদমের সদস্যরা।

এলাকার গরীব অসহায় মানুষ গুলো অর্থ এবং চিকিৎসায় অভাবে যেন মারা না যায়, এই চিন্তা মাথায় রেখে গঠন করেন উন্নতির ছোঁয়া ফ্রেন্ডসার্কেল অফ আলীকদম নামের একটি সংগঠন। যারা প্রতিনিয়ত মানবতার ফেরি করে বেড়ায়! বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

সংগঠনের আহ্বায়ক ওমর ফারুক সোহাগ বলেন, আমরা অসহায় রোগীর চিকিৎসার জন্য বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করি। সংগ্রহকৃত অর্থ তুলেদি অসুস্থ রোগীর হাতে, যাতে ওই অর্থ দিয়ে তিনি চিকিৎসা করতে পারেন। আমরা চাই এলাকার কোন অসহায় মানুষ বিনা চিকিৎসায় যাতে মারা না যায়।