অনলাইন ডেস্ক : তিন বছরের ছেলেটা পাঁচ-ছ’মাস ধরেই অসুস্থ ছিল। বলত পেটের কাছে ব্যথা করছে, আর কাঁদত। তাকে হাসপাতালে নিয়ে যেতেই তার পশ্চাৎদেশ ও গোপন অঙ্গের অংশ থেকে চিকিৎসকরা বের করেছেন ১০টি সূচ। সম্প্রতি এই ঘটনা ঘটেছে তেলেঙ্গানাতে।

তিন বছরের শিশুটির বাবা পি অশোক ও মা অন্নপূর্ণা থাকেন ওয়ানাপার্তিতে। ছেলে ব্যথার কথা বললে তাঁরা নিয়ে যেতেন স্থানীয় চিকিৎসকের কাছে। সম্প্রতি ছেলের গায়ে সূচের ডগা বেরিয়ে থাকতে দেখেন। সেই সূচ টেনে বের করেই ছেলেকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। তার পরই গোটা ব্যাপারটা সামনে আসে।

ওয়ানাপার্তির সাব ইনস্পেক্টর ওয়াহিদ আলি বলেছেন বলেছেন, ‘‘ছ’মাস ধরে ছেলের স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন। এ দিন হাসপাতালে নিয়ে আসার পর এক্স-রে করা হয় বাচ্চাটির। সেখানে দেখা যায় ১০টি সূচ রয়েছে তার শরীরের ভিতরে। শ্রোণীদেশ থেকে চিকিৎসকরা আটটি সূচ আপাতত বের করেছেন। তার চিকিৎসা করছেন শ্রীনিবাস রেড্ডি।’’

 

তিনি আরও জানিয়েছেন, শিশুটির বাবা-মা এই কাণ্ডের পিছনে পরিবারের কারোর হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন। এই সন্দেহের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ৭৫ ধারা ও ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় মামলা দায়ের করাও হয়েছে। তবে, শিশুটি এখন সুস্থ ও নিরাপদে রয়েছে। – আনন্দবাজার