খালেদ হোসেন টাপু, রামু :
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, আগামী ২ বছরের মধ্যে কক্সবাজার-রামুর প্রতিটি গ্রামকে আধুনিক শহরে রূপান্তর করা হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে যেখানে একটি ইটও দিতে পারেনি, বর্তমানে সেখানে এখন কার্পেটিং সড়ক নির্মাণ হয়েছে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না, সেখানে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এবং বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। অন্ধকারাচ্ছন্ন প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও সরকার অবদান রাখছে। এভাবে উন্নয়ন কর্মকান্ড চলতে থাকলে, কয়েকবছর পর আর উন্নয়নের জন্য কাউকে দৌড়ঝাপ করতে হবে না। এমপি কমল বলেন, মানুষের জীবনমান উন্নয়নে নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও কারিগরি শিক্ষায় এগিয়ে নিতে সর্বস্তুরের মানুষকে ভূমিকা রাখতে হবে।
এমপি কমল আরো বলেন, কক্সবাজার-রামুতে রেল লাইন, বিকেএসপি, সেনানিবাস, বাঁকখালী নদী ড্রেজিং ও বেড়িবাঁধ নির্মাণ, মেরিন ড্রাইভ সড়ক, কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরসহ আরো অনেক মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শহরের মত গ্রামেও ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। সাধারণ মানুষের কাংখিত উন্নয়ন করতে হলে আওয়ামীলীগ নেতৃত্বাধিন সরকারের বিকল্প হতে পারে না।
সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি বৃহষ্পতিবার (৫ মার্চ) বিকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের স্কুল পাহাড় স্টেশনে উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আনার কলির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী।
সমাবেশে রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সাংবাদিক সোয়েব সাঈদ ও খালেদ হোসেন টাপু, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাবিব উল্লাহ, ছাত্রলীগ নেতা ছানা উল্লাহ বাবুল, ইউপি সদস্য রফিকুল আলম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নবী, নুরুল আবছার, আজিজুল হক ও আবুল হোছন, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, প্রবীন সমাজসেবক হাজ¦ী নুর আহমদ, নুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনায় ছিলেন, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান।
এর আগে সাইমুম সরওয়ার কমল এমপি কাউয়ারখোপের উখিয়ারঘোনা এলাকায় প্রতিষ্ঠিত সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নিমার্ণ কাজ পরিদর্শন করেন। সন্ধ্যায় এমপি কমল উখিয়ারঘোনা আজিজিয়া নূরুল উলূম মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা এবং জামে মসজিদ পরিদর্শন করেন। এসময় তিনি এসব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।