আলমগীর মানিক, রাঙামাটি
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে “প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সমাজের নারীর অধিকার নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। নারীদের পিছিয়ে ফেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বৈষম্য সৃষ্টি না করে নারী-পুরুষ সকলে মিলে এগিয়ে যেতে পারলে দেশ ও জাতি উন্নয়নের দিকে অনেক দূর এগিয়ে যাবে।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ,মহিলা বিষয়ক উপ-পরিচালক হুসনে আরা বেগম, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা প্রমেশ চাকমা, মাঝারবস্তী মহিলা কল্যান সমিতির প্রেসিডেন্ট মনোয়ারা আক্তার জাহান, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়নের প্রশিক্ষক অরুন ধর, জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রকল্পের প্রোগ্রামার গোলাম রাব্বানীসহ শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।