মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মোঃ কামাল হোসেন। কক্সবাজারের জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন ২০১৮ সালের ৪ মার্চ। আজ বুধবার ৪ মার্চ, ২০২০ ইংরেজি। কর্মস্থলে তাঁর দু’বছর পূর্তি হয়েছে। কর্মক্ষেত্রের প্রায় সবখানে সফলতার ছাপ রেখেছেন নিঃসন্দেহে। শুধু কক্সবাজারবাসীর প্রশাসনিক অভিভাবক নন। একজন দক্ষ টিম ম্যানেজারও।
অদম্য সাহসিকতায় এগিয়ে চলা সৃষ্টিশীল এ মানুষটি কক্সবাজারে কাজ করতে গিয়ে যাঁরা তাকে একেবারে কাছে থেকে তাঁকে নিরন্তর সহযোগিতা, পরিকল্পনাকে বাস্তবায়ন, দিক নির্দেশনাকে অনুসরণ করেছেন,গণমানুষকে সেবা দিয়েছেন-তারা হলেন, কালেক্টরেট সহকারী সমিতির ১০৭ জন সদস্য। কক্সবাজারে জেলা প্রশাসক হিসাবে মোঃ কামাল হোসেনের সফলভাবে দায়িত্ব পালনের ২ বছর পূর্তির কোন আনুষ্ঠানিকতা না থাকলেও তার সহকারীরা মোটেও ভূলে যাননি, তাদের পরম শ্রদ্ধেয় অভিবাবককে ফুলেল শুভেচ্ছা জানাতে। এজন্য ২ বছর পূর্ণ হওয়ার আনন্দ সবাই ভাগাভাগি করে নিতেই জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে তাঁর কার্যালয়ে ৪ মার্চ বুধবার ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেছেন, কক্সবাজার কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি নাজির স্বপন পাল ও সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদের নেতৃত্বে একদল সহকারী।
এসময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন গত দু’বছরে কাজ করতে গিয়ে সহকারীদের আন্তরিকতা ও কর্মপ্রেরণা তাঁকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে বলে উল্লেখ করেন। ভবিষ্যতেও পেশাদারীত্ব, দক্ষতা ও সততার সাথে কর্মক্ষেত্রে কাজ করে যেতে সহকারীদের প্রতি তিনি আহবান জানান। শুভেচ্ছা জানানোর সময় অন্যান্যের মধ্যে সমিতির নেতৃবৃন্দ মংবা অং মংবা, দীপক বড়ুয়া, সোনারাম দে, কাঞ্চন দাশ, আবুল মঞ্জুর প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।