মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়ায় ৫শ’ গ্রাম গাঁজা সহ পলাশ নামক এক ব্যক্তিকে জনতা আটক করেছে। বুধবার ৪ মার্চ স্থানীয় লোকজন তাকে ধৃত করে। ধৃত পলাশের বক্তব্য অনুযায়ী তার বহনকৃত গাঁজা স্থানীয় এক চিহ্নিত মাদককারবাবীর কাছে নিয়ে যাচ্ছিল।
পরে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার সরওয়ার কামাল বাদশা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উখিয়া থানার পুলিশের সাথে যোগাযোগ করে এবং ধৃত পলাশকে পুলিশের হাতে সোপর্দ করে। উখিয়া থানা কর্তৃপক্ষ সিবিএন-কে জানান, জনতা কর্তৃক গাঁজা সহ ধৃত পলাশের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।