মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আইনজীবী সমিতি শুধু আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট একটি ফোরাম নয়। বিশুদ্ধ গণতন্ত্র চর্চা, মানবাধিকার সুরক্ষা, আইনী সহায়তা প্রদানে নিয়োজিত অনন্য একটি প্রতিষ্ঠান। পেশাজীবীদের সর্বোচ্চ বৃহৎ ফোরাম। এ প্রতিষ্ঠানটির উন্নয়নে কক্সবাজার জেলা প্রশাসন থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানাতে গিয়ে সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আইনজীবীদের উদ্দ্যেশে একথা বলেন।

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে ৪ মার্চ বুধবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন রোহিঙ্গা শরনার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থের স্থানীয় জনগোষ্ঠীর ২৫% অর্থ থেকে সহায়তার আশ্বাস দেন। এসময় কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আ্যডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাদেক উল্লাহ, সহ সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট হোসেন রাহাত ফিরোজ, সহ সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট কুতুব উদ্দিন, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, অ্যাডভোকেট ছৈয়দ আলম-২, অ্যাডভোকেট আবুল কাসেম মোহাম্মদ জুনাইদ, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, অ্যাডভোকেট সব্বির আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী, অ্যাডভোকেট রফিক উদ্দিন, অ্যাডভোকেট নাহিদা খানম কক্সী।

এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, সাবেক পিপি অ্যাডভোকেট মমতাজ আহমদ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুলতানুল আলম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ-২, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রনজিত দাশ, এপিপি অ্যাডভোকেট মাহবুবুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক নব নির্বাচিত সকলকে ফুল দিয়ে অভিনন্দিত করেন।