সোয়েব সাঈদ :
মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন (রামু সেনানিবাস) কর্তৃক নানাবিধ বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি অত্র অঞ্চলের সকল গল্ফ প্রেমীদের অংশগ্রহণে আগামী ৫-৭ মার্চ ২০২০ পর্যন্ত ৩ দিন ব্যাপী মুজিব বর্ষ কাপ গল্ফ টুনামেন্টের আয়োজন করা হয়েছে।
রামু সেনানিবাসে অবস্থিত পাহাড়, টিলা ও সরোবরের সৌন্দর্যমন্ডিত গল্ফ গ্রাউন্ডটি যেন একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাক্ষেত্র যা কক্সবাজার অঞ্চলের সৌন্দর্যকে বহুগুনে সমৃদ্ধ করেছে। উল্লেখ্য যে, মুজিব বর্ষ কাপ গল্ফ টুর্নামেন্টটি কক্সবাজার অঞ্চলের সকল সামরিক/অসামরিক গল্ফারদের জন্য উন্মুক্ত। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গল্ফ প্রেমীরা রামু সেনানিবাসে সাদর আমন্ত্রিত।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।