প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলার প্রথম ও ঐতিহ্যবাহী জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘সৈকত খেলাঘর আসর’ এর সম্মেলন উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ০৬ মার্চ, শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কক্সবাজার শহীদ দৌলত ময়দানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় বর্ণাঢ্য র‌্যালী ও সন্ধ্যা ৬টায় সম্মেলনের মূল অনুষ্ঠান শুরু হবে। প্রতিযোগিতার ধরণ-দেশাত্মবোধক গান ৩য়-৫ম শ্রেণী, ৬ষ্ঠ-৮ম শ্রেণী, রবীন্দ্র সঙ্গীত, ৬ষ্ঠ-১০ম শ্রেণী, আবৃত্তি ৬ষ্ঠ-৮ম শ্রেণী, (স্বাধীনতা শব্দটি আমাদের কিভাবে ২৩ লাইন), ৯ম-১০ম শ্রেণী (আমার পরিচয় ১৭ লাইন), নৃত্য (সাধারণ) ১ম-৩য় শ্রেণী, ৪র্থ-৬ষ্ঠ শ্রেণী, চিত্রাংকন বিকাল ৩টায় ১ম-৩য় (উন্মুক্ত)৪র্থ-৬ষ্ঠ, (প্রাকৃতিক দৃশ্য)। দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সম্মেলনের প্রতিযোগি শিক্ষার্থী ও কক্সবাজারের সকল সাংস্কৃতিক কর্মী-সংগঠক ও সাধারণ মানুষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মো. খোরশেদ আলম ও সদস্য সচিব মো. ফয়সাল হুদ।