প্রেস বিজ্ঞপ্তি

রামু লম্বরীপাড়ার সর্বপ্রথম নূরানী শিক্ষাকেন্দ্র দারুল কুরআন নূরানী একাডেমীর তৃতীয় বার্ষিক সভা ও ইসলামী শিক্ষা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ২ মার্চ ( সোমবার) অনুষ্ঠিত দিনব্যাপী বার্ষিক সভায় বক্তারা বলেছেন, খোদাভীতিসম্পন্ন আলোকিত মানুষ গড়তে নূরানী শিক্ষাধারার গুরুত্ব অনস্বীকার্য। পবিত্র এ শিক্ষাধারার ক্রমবিকাশের ফলশ্রুতিতে আজ দেশের প্রতিটি পাড়া মহল্লায় ঘরে ঘরে কুরআন-হাদীসের আলো ছড়িয়ে পড়ছে। শিশু সন্তানেরা ইসলামের বুনিয়াদী শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। যুগান্তকারী এ শিক্ষা বিপ্লবে দারুল কুরআন নূরানী একাডেমী সল্পতম সময়ে প্রশংসনীয় কৃতিত্বের নজীর স্থাপন করেছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে দ্বীন অনুরাগী জনসাধারণকে নিষ্ঠাপূর্ণ সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ। প্রধান বক্তা ছিলেন, চকরিয়া মারকাযুদ দাওয়াহ ওয়াল এরশাদের পরিচালক, চট্টগ্রাম আগ্রাবাদ জামে মসজিদের খতীব মাওলান মোস্তফা নূরী।
প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, লিংকরোড মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, বৃহত্তর লম্বরীপাড়া ওলামা ও ইমাম পরিষদের সভািপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল হক।
সভায় বিশেষ বক্তা ছিলেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক কওছর, রাজারকুল জামালুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দীন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা এজাজুল করিম শফি, লম্বরীপাড়াস্থ মৌলভী পাড়া জামে মসজিদের খতীব মাওলানা মুফতি ইয়াকুব হোসাইন, রাজারকুল আসমা ছিদ্দিকা র. মাদ্রাসার পরিচালক মাওলানা জায়নুল আবেদীন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুর রহমান জিহাদি, উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হাসান, রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সাইফুল্লাহ, কক্মবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার হাফেজ সাইফুল ইসলাম, রামু ইকরা মডেল একাডেমির পরিচালক মাওলানা আব্দুল মান্নান, তেচ্ছিপুল মাদ্রাসা আলী ইবনে আবী তালিব র. এর পরিচালক মাওলানা হাফেজ মুনিরুল হক, খোন্দকার পাড়া হোসাইনিয়া দারুচ্ছালাম মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আজিজুল হক।
বার্ষিক সভা উপলক্ষে নূরানী একাডেমীর কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ইসলামী শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। সেই সাথে বিগত বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব স্থাপনকারী (এ প্লাসপ্রাপ্ত)
শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। সভায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের কন্ঠে তিলাওয়াতে কুরআন, আল্লাহ তা’আলার ৯৯ নাম ( আসমাউল হুসনা), হাদীস শরীফ, মাসায়েল ও জীবনঘনিষ্ঠ দু’আ শ্রবন এবং আরবী, বাংলা, ইংরেজী হস্তলিপি প্রদর্শনী ও নূরানী পাঠশালা নামক দেয়ালিকা প্রদর্শনী দেখে আগত অতিথিবৃন্দ অভিভূত হন।
সভায় সঞ্চালনায় ছিলেন, শিক্ষা পরিচালক মাওলানা দিদারুল আলম, শিক্ষক হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল্লাহ, মুহাম্মদ অলি উল্লাহ আরজু, হাফেজ দেলোয়ার হোসাইন।
এলাকার শিক্ষানুরাগী যুবসমাজ ও ধর্মপ্রাণ জনতার আন্তরিক অংশগ্রহনে অনুষ্ঠিত এ দ্বীনি মাহফিল মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়।