প্রেস রিলিজ :
সর্বোচ্চ সেবার প্রত্যয়ে সরকারি ব্যবস্থাপনায় হজ্ব প্যাকেজ ২০২০ ঘোষণা করা হয়েছে। হজ্বযাত্রীদের সামর্থ ও পছন্দ বিবেচনা করে এবার ৩ (তিন) ক্যাটাগরির প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ ৩টির মূল্যমান যথাক্রমে-
প্যাকেজ (১)- ৪ লক্ষ ২৫ হাজার টাকা।
প্যাকেজ (২)- ৩ লক্ষ ৬০ হাজার টাকা
প্যাকেজ (৩)- ৩ লক্ষ ১৫ হাজার টাকা।
এছাড়া যারা ইতোমধ্যে বেসরকারী ভাবে ২০২০ ও ২০২১ সালে হজ্বে গমনের জন্য নিবন্ধন করেছেন, তাঁরা চাইলে খুব সহজে সরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালে হজ্বে যেতে পারবেন।
উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনায় হজ¦যাত্রীরা হারামাইন শরীফের ৫০০ গজের মধ্যে আবাসিক সুবিধা, বীমা সুবিধা, খাওয়া-দাওয়া বাবদ নগদ অর্থ ফেরত প্রদান ও সৌদি আরবে উন্নত পরিবহন সুবিধাদি পাবেন।
–ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজার