বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার গাজীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুউদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে গাছ কেটে জ্বালানি কাঠ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দু’জন মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনেছে।
আশঙ্কজনক অবস্থায় আহত দু’জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শামসুউদ্দিন।