বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থার তত্বাবধানে পরিচালিত ২০২০ সনের শিক্ষা প্রতিযোগীতায় জামেয়া আরবীয়া গোরকঘাটার হেফজ বিভাগের ছাত্র মোঃ সুহাইল ১ম বিভাগে ২য় স্থান অর্জন করেছে ৷
হাফেজ সুহাইল হোয়ানক ইউনিয়নের রাজুয়ারঘোনা নিবাসী বশির আহমদের সন্তান বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ৷

জামেয়া গোরকঘাটার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা নুরুল হাশেম জানান-
সুহাইল বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থার তত্বাবধানে পরিচালিত শিক্ষা প্রতিযোগীতায় ১ম গ্রুপে অংশগ্রহণ করে বিশেষ প্রতিযোগীতার জন্য নির্বাচিত হয় ৷ এবং বিশেষ প্রতিযোগীতার ১ম বিভাগে অংশ গ্রহণ করে ২য় স্থান অধিকার করে ৷ তার সাফল্যে তিনি মহান আল্লাহপাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করেন ৷

উল্লেখ্য যে, বিশেষ প্রতিযোগীতার ১ম বিভাগে (৩০ পারা কোরআন) সারা বাংলাদেশ হতে একহাজার ত্রিশজন প্রতিযোগী অংশগ্রহণ করে ৷
তার মধ্য হতে হাফেজ সুহাইল ২য় স্থান অর্জন করতে সক্ষম হয় ৷