জে.জাহেদ, চট্টগ্রাম:
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের ৭নং ওর্য়াডের ইউপি সদস্য কাসেম মেম্বারের বাড়িতে আগুন লেগে ৮বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায় আজ ১ই মার্চ রবিবার দুপুর ১টায় রান্নার চুলা থেকে এই দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে আনোয়ার ফায়ার সার্ভিস এবং চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছালে স্হানীয়দের সহযোগিতায় প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে ৮টি বসতবাড়ি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ দুলাল মিত্র বলেন আমরা আগুন লাগার খবর পেয়ে মাত্র ১৫মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছি।দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তিনি আরও বলেন এতে ৮টি বসতঘর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা বলেন আগুন লেগে আমাদের ৮টি বসতঘর পুড়ে গেছে যার ক্ষয়ক্ষতি প্রায় ২০লক্ষ টাকা।আমরা এখন সর্বহারা হয়ে গেছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।