জে.জাহেদ, চট্টগ্রাম:
শনিবার(২৯ ফেব্রুয়ারি) বিকালে আনোয়ারা উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত “জমি আছে ঘর নাই এবং “দূর্যোগ সহনীয় বাসগৃহ নিমার্ণ” প্রকল্পের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্টিত ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ।প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ কেউ গৃহহীন থাকবে না।ভূমিহীন, গৃহহীন ও সুবিধা বঞ্চিতদের সার্বিক সুবিধা দিয়ে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার চেষ্টা করছেন সরকার ।তিনি আরো বলেন,আনোয়ারায় উন্নতমানের গুচ্ছ গ্রাম নির্মাণ করা হবে,যাতে সমাজে পিছিয়ে পড়া গৃহহীন মানুষরা বাসস্থান পায়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর,আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ,বৈরাগ ইউপি চেয়ারম্যান মোঃ সোলেয়মান,বারশত ইউপি চেয়ারম্যান কাইয়ুম শাহ,রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম,আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার, বরুমছড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন,চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াসিন হিরু প্রমুখ।