প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সিটি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২৯ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় শহরে একটি অভিজাত হোটেল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন সিদ্দিক। পূর্বের নোটিশের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচনের পরিবর্তে ক্লাবের স্বার্থে নিন্মোক্ত সদস্যদের নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। যথাক্রমে, নুরুল আমিন সিদ্দিক- সভাপতি, রুহুল আমিন সিকদার- সহ সভাপতি, স.ম. ইকবার বাহার- সাধারণ সম্পাদক, নুরুল আলম সিকদার- সহ সাধারণ সম্পাদক, নুরুল হক চকোরী- অর্থ সম্পাদক, রাসেদুল ইসলাম মাহমুদ- সাংগঠনিক সম্পাদক, সাখাওয়াত হোসাইন- দপ্তর ও ক্রীড়া সম্পাদক ও নির্বাহী সদস্য আব্দুল আলীম নোবেল এবং মোঃ মনছুর আলম। উক্ত তারিখে নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির কর্মকর্তাগণ প্রেস ক্লাবের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারায় আগামী ৩ বছর (২৯/০২/২০২০-২৯/০২/২০২৩) পর্যন্ত দায়িত্ব বলবৎ থাকবে। সভায় আগামী এপ্রিল মাসের অভিষেক অনুষ্ঠানে সিটি প্রেসক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় একটি বিশেষ সংখ্যার ম্যাগাজিন প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।