বলরাম দাশ অনুপম, কক্সবাজার ॥
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন-সংস্কৃতি বিকাশের মধ্যে দিয়ে জঙ্গী, সন্ত্রাসবাদ রুখতে হবে।এ লক্ষ্যে প্রতি বছর দেশের প্রতিটি জেলায় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী আজ (শুক্রবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগীতায় ও গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত কক্সবাজারে ১৮দিন ব্যাপী অনুষ্ঠিত দেশের ৬৪টি জেলায় জাতীয় নাট্যেৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে গ্রুপ থিয়েটার ফেডারেশন চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলি লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল, গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামাল বায়োজিদ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, উৎসব সমন্বয়কারী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের জেলা সাধারণ এডভোকেট তাপস রক্ষীতসহ ফেডারেশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে নাট্যকর্মীদের মাঝে সম্মাননা সনদ বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠিত পরিবেশিত হয়।
সংস্কৃতি বিকাশের মধ্যে দিয়ে জঙ্গী, সন্ত্রাসবাদ রুখতে হবে-সংস্কৃতি প্রতিমন্ত্রী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।