আবুুল কালাম, চট্টগ্রাম:
সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাত করেলেন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নগর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালের দিকে মনজুর আলমের কাট্টলীর নিজ বাসভবনে যান রেজাউল করিম চৌধুরী।
সাক্ষাতকালে সাবেক মেয়র এম মনজুর আলম রেজাউল করিমকে বলেন, ‘নগরবাসীর সহযোগীতা ও মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি মেয়র নির্বাচিত হলে এই নগরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণে সচেষ্ট হবেন। হোল্ডিং ট্যাক্স কমিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ নিতে নগরবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি’।
এসময় পরিকল্পিত নগরায়নসহ নগরীর বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয় এবং নগরীর সার্বিক কার্যক্রমে রেজাউল করিম চৌধুরীকে সহযোগীতা করার আশ্বাস দেন এম মনজুর আলম।
এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি দিদারুল আলম, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নেছার আহাম্মদ মনজু, আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহাম্মদ, সহ সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী, মহানগর যুবলীগের সদস্য আফতাব উদ্দিন রুবেল, মো. আবুল কালাম, সিটি কলেজের সাবেক জিএস মুহাম্মদ মাসুম চৌধুরী, আকবরশাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সামির আকাশ সহ মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।