১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পানিতে ভেসে যায় সেন্টমার্টিন আবহাওয়া অফিসের কর্মকর্তা মুবিন কুতুবির জেঠতো বোন দিলু।
প্রায় ৩০ বছর পর গত ২৪ ফেব্রুয়ারী উখিয়ার বালুখালীর তার আরেক জেঠতো বোনের বাড়ীতে ভিক্ষা করতে গিয়ে ধরা দিলো।
পরিচয় জানতে চাইলেই মহিলাটি তার বাড়ি কুতুবদিয়ার আলী আকবর ডেইল বলে জানান।
বিস্তারিত জানতে আত্মীয়দের কল দিতে না দিতেই আবারও নিরুদ্দেশ ওই মহিলা।
কেউ মহিলাটির সন্ধান পেয়ে থাকলে নিরাপদে রেখে খবর দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগঃ
01918396974, 01307885167