মোঃ রাসেল ইসলাম, বেনাপোল
যশোরের বেনাপোল পুটখালী পূর্ব পাড়া গ্রাম থেকে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী পূর্ব পাড়া গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে জাহিদ হাসান(২৩)নামে এক মাদক ব্যবসায়ীর ঘরের খাটের নিচ থেকে মোট ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী জাহিদ হাসান পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামে আসামী জাহিদ হাসান এর বাড়িতে অভিযান চালানো হয় এবং তার ঘরের খাটের নিচ থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।আসামী জাহিদ পলাতক আছে তাকে দ্রুত গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।