মুহিব উল্লাহ মুহিব:
রামুর গর্জনিয়ার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থিমছড়ি অরবিট মডেল একাডেমি এন্ড কে.জি মাদ্রাসা।সদ্য ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২০১৯ সনের বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়।থিমছড়ি অরবিট মডেল একাডেমি এন্ড কে.জি মাদ্রাসা থেকে ২০১৯ সনে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ১১ জন অংশগ্রহণ ০৯ জন বৃত্তি লাভ করেছে। তৎমধ্যে ট্যালেন্টপুলে ৫ জন এবং সাধারণ গ্রেডে ৪ জন বৃত্তি লাভ করে নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রথম স্থানে বাইশারী শাহ নুর উদ্দীন দাখিল মাদ্রাসার নাম লিখে রাখেন ।
থিমছড়ি অরবিট মডেল একাডেমি এন্ড কে.জি মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত
১.তৌহিদুল ইসলাম শাহিন বিন রশিদ
২.আল ইত্তেকার মনির হাসান শামিম
৩.জোবাইদা সোলতানা রিফা
৪.সাদিয়া সোলতানা রিফা
৫.রুজিনা আক্তার
থিমছড়ি অরবিট মডেল একাডেমি এন্ড কে.জি মাদ্রাসা থেকে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত
৬.সায়েম মাহমুদ
৭.আশিফুল ইসলাম
৮.আফিফা তাসমিন ছিদ্দিকা
৯.নাছিমা আক্তার।
থিমছড়ি অরবিট মডেল একাডেমি এন্ড কে.জি মাদ্রাসার সফলতা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।