এম আমান উল্লাহ আমান: সাংবাদিক পুত্র সা’আদ বিন সাইফ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
২০১৯ সালের ইবতিদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় তানযীমু উম্মাহ হিফয মাদ্রাসা কক্সবাজার শাখা থেকে জিপিএ-ফাইভ পেয়েছিল সে। একই সাথে পবিত্র কুরআন ৩০ পারা হিফয সম্পন্ন করেছে সা’আদ বিন সাইফ ।
সা’আদ বিন সাইফ টেকনাফ উপজেলার বাসিন্দা টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি, ফারইষ্ট ইসলামী লাইফের টেকনাফ জোনাল ইনচার্জ ও তানযীমুল আফনান টেকনাফ’র ডিরেক্টর বোর্ড চেয়ারম্যান মাওলানা সাইফুল ইসলাম সাইফীর প্রথম সন্তান।
ছেলের ট্যালেন্টপুল বৃত্তি লাভে সাংবাদিক সাইফী অনুভূতি প্রকাশে বলেন, আলহামদুলিল্লাহ আমার কলিজার ধন একই বছরে পবিত্র কুরআন শরিফের ৩০ পারা হিফযের পাশাপাশি এবতেদায়ী সমাপনী পরিক্ষায় জিপিএ-ফাইভসহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। একমাত্র আল্লাহর অসীম রহমতের বদলৌতে আমার সন্তানের এ অর্জন। তার এ সফলতালাভ ও শিক্ষাদানে “তানযীমু উম্মাহ হিফয মাদ্রাসা” পরিবারের পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। মা ও মুরব্বিদের দোয়ায় আমার সন্তান সাফল্য লাভ করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা কক্সবাজার শাখার শতভাগ পাশসহ ১২ জন ট্যালেন্টপুল ও ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে অসাধারণ কৃতিত্বের সাক্ষর রেখেছে।