এম.জিয়াবুল হক, চকরিয়া
চকরিয়ায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে যাওয়া-আসার পথে উত্যক্ত করার অপরাধে মিনহাজ উদ্দিন (৩৭) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন অপরাদের দায় স্বীকার সাপেক্ষে ওই যুবককে এ সাজা দেন। অভিযুক্ত যুবক মিনহাজ উদ্দিন উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমর নগর এলাকার মাস্টার সরওয়ার আলমের ছেলে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমর নগর এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রীকে কলেজ থেকে যাওয়া-আসার পথে নানাভাবে উত্যক্ত করতো একই এলাকার সরওয়ার আলমের ছেলে মিনহাজ। সর্বশেষ বুধবারও কলেজ পড়ুয়া ছাত্রীকে রাস্তায় উত্যক্ত ও ইভটিজিং করলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করেন।
তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ইভটিজিংয়ের বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানকে বলেন। পরবর্তীতে থানার ওসির নির্দেশে এসআই তুষ্ট লাল বিশ্বাসের নেতৃত্বে সংঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে এদিন রাত ১১টার দিকে আটক করে।
গতকাল বৃহস্পতিবার বিকালে আটক ওই যুবককে আদালতে পাঠানো হলে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তানভীর হোসেন অপরাধ স্বীকার সাপেক্ষে তাকে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, কাকারা ইউনিয়নে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে মিনহাজ উদ্দিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে পাঠানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের কাছে আটক যুবককে ৬ মাসের কারাদন্ড দেন। গতকাল বিকালে ওই যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।