প্রেস বিজ্ঞপ্তি :

২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার ইতিহাস নিয়ে হুমায়ন আজাদ স্যারের কতো নদী সরোবর বইয়ের উপর পাঠচক্র অনুষ্ঠিত হয়।
কলেজ ক্যাম্পাসের একটি কক্ষে বসে বন্ধু সভার সকল সদস্যরা বসে বইটি পড়ে শেষ করে।

পাঠচক্র শেষে বন্ধু সভার সদস্যদের কাছ থেকে তাদের নিজের অনুভূতি জানায় সভাপতি আবদুল্লাহ বলেন বাংলা ভাষার প্রকৃত ইতিহাস জানার জন্য সকল ছাত্রদের বইটি একবার হলেও পড়া উচিত।
পাঠচক্র বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম নাঈম বলেন এই বইটি পাঠের মাধ্যমে নিজের মাতৃভাষার প্রতি নিজেদের শ্রদ্ধাবোধ আরো বৃদ্ধি পাবে।
পরিবেশ বিষয়ক সম্পাদক ইফতে শরফ নিতু বলেন বর্তমান সময়ে আমরা যেভাবে নিজেদের ভাষা থেকে দূরে সরে যাচ্ছি তার কারণ ভাষার সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা না থাকা এজন্য সবাইকে এই বই পাঠ করতে হবে।

এতে উপস্থিত ছিলেন আসিফ রায়হান কাফি,শফিকুল ইসলাম,মাসুমা আক্তার রুমি,আকাশ শর্মা,ইরফান উদ্দিন, মারুফ রশিদ নাঈম, রেজাউল করিম তামিম,জেসমিন আক্তার,মেহেদি হাসান ইপ্তি,নুরুল হাসান,খাইরুল আজিম রাবেত, আবিদ মাহাদি, রমিজ উদ্দিন প্রমুখ