সিবিএন ডেস্ক
বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব)। একটি হলো সাধারণ, অন্যটি ইকোনমি। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা, আর ইকোনমি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৭ হাজার টাকা। এটিই সর্বনিম্ন বেসরকারি হজ প্যাকেজ। তবে হজযাত্রীদের কোরবানি এই হজ প্যাকেজে অন্তর্ভূক্ত করা হয়নি। কোরবানির জন্য প্রত্যেককে ৫২৫ রিয়াল নগদ নিতে হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ভিক্টরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ দুটি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি বলেন, ‘হজযাত্রীদেরকে হজ প্যাকেজের টাকা আগামী ৩০ মার্চের মধ্যে এজেন্সিকে পরিশোধ করতে হবে।’
কোনও এজেন্সি হজ প্যাকেজের সর্বনিম্ন মূল্যের চেয়ে কমে কোনও ভাবেই হজযাত্রীদের কাছ থেকে টাকা নিতে পারবে না বলেও জানান তিনি।
হজযাত্রীদের বাড়তি বিমান ভাড়া নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে হাব সভাপতি বলেন, ‘না সন্তুষ্ট নই। এবার কোনও কারণ ছাড়া ১২ হাজার টাকা বাড়তি বিমান ভাড়া ধরা হয়েছে। হজ প্যাকেজে সেটা কমানো হয়েছে মাত্র ২ হাজার টাকা। এখনও ১০ হাজার টাকা বিমান ভাড়া বাড়তি রয়েছে। আমরা এই বর্ধিত বিমান ভাড়া কমানোর দাবি করছি।’
এ সময় হাব মহাসচিব ফারুক আহমদ সরদার, সহ-সভাপতি ইয়াকুব শরাফতি, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।