সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট বাবু বিভূতি ভূষণ শর্মা (এ.পি.পি) এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে শোক প্রকাশ করেছেন -সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল।
তারা প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সেই সাথে মরহুমের আত্মার সদগতি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নোটারী পাবলিক এডভোকেট বাবু বিভূতি ভূষণ শর্মা (এ.পি.পি) ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১.৩০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।
তিনি বড় মহেশখালীর বাসিন্দা স্বর্গীয় ডাঃ রমনী মোহন শর্মা’র বড় পুত্র, শহরের স্টেডিয়াম পাড়া নিবাসী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বৎসর। তার স্ত্রী, ১ কন্যা সন্তান ছিল।
বৃহস্পতিবার দুপুর ১.০০ ঘটিকায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর শবদাহ সম্পন্ন করা হবে।