আবুল কালাম, চট্টগ্রাম
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি মনোনয়ন ফরম জমাকালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, আজ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। আওয়ামী লীগ প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।