খলিল চৌধুরী, সৌদি আরব
বিশ্ব আতংকিত করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য সবধরণের ওমরা ভিসা বা ভিজিট ভিসা সাময়িক বন্ধ ঘোষণা করছে মুসলিমদের নাবিক খ্যাত দেশ সৌদিআরব।
মধ্যপ্রাচ্য জুড়ে আতংকিত সৌদির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গেজেটে ২৭-ফেব্রুয়ারি সৌদি সরকারের পররাষ্ট্র মন্ত্রানালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
আরব নিউজ এ সংবাদটি দিয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। এর বেশিরভাগই চীনের বাসিন্দা। এই ভাইরাসে মারা যাওয়া দুই হাজার সাতশোরও বেশি মানুষও চীনা নাগরিক। আর মধ্যপ্রাচ্যে এই ভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইরান।

বৃহস্পতিবার ওমরাহ যাত্রা নিষিদ্ধ করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশের সঙ্গে সঙ্গতি রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপ সাময়িক বলে জানিয়ে রিয়াদ বলছে, পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত পাল্টানো হবে।