মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ২ দিনের সফরে বুধবার ২৬ ফেব্রুয়ারী কক্সবাজার আসছেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বুধবার বেলা ১ টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছে বিকেল ৪ টার দিকে রামুতে নির্মানাধীন বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যাবেন। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী সকাল ১১ টার দিকে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মুজিবুর রহমান (উপ সচিব) স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।