শাহীন মাহমুদ রাসেল:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সংস্কার কাজ চলায় রামু বাইপাস থেকে খরুলিয়া পর্যন্ত দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। তীব্র গরমে প্রচণ্ড রোদে বাসযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। মহাসড়ক সংস্কার কাজ চলায় এই পথে আটকা পড়েছে হাজারো দূরপাল্লার যানবাহন। যানজটের কারণে বাসযাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
বাসযাত্রীরা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু কলেজের সামনে তেচ্ছিপুল ও কলঘর বাজারের মাঝে সংস্কার কাজ চলায় মহাসড়কের বাইপাস থেকে খরুলিয়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। ফলে গতকাল রবিবার সকাল থেকে মহাসড়কের দু’পাশে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়।
তারা আরো জানান, টার্মিনাল থেকে রামুর দূরত্ব আনুমানিক ১০ কিলোমিটার। প্রতিদিন এ রাস্তা পাড়ি দেয় সর্বোচ্চ ২০ মিনিটে। গতকাল থেকে এই রাস্তা পাড়ি দিতে দু’ ঘণ্টারও বেশি সময় লাগছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খাইয়ের বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ চলছে। এমনিতেই এই মহাসড়কে যানবাহনের চাপ সবসময় একটু বেশি থাকে। মহাসড়কের একপাশ দিয়ে দু’দিক থেকে আসা গাড়ি চলাচল করায় এ যানজট দেখা দিয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যানজট নিরসনের। তবে রাস্তার কাজ শেষ না হলে যানজট কমবে বলে মনে হচ্ছে না।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কতৃপক্ষ জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ চলছে। এজন্য সাময়িকভাবে সড়ক ব্যবহারকারীদের অসুবিধা হচ্ছে। দু’-একদিনের মধ্যে যানজট কমে আসবে বলে তারা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।