প্রেস বিজ্ঞপ্তি:
এবার আগুনে পুড়ে চামড়া, মাংশ বা শরীরের যেকোনো অংশ বাঁকা হওয়া, জোড়া লেগে যাওয়া এবং কুঁচকে যাওয়া সমস্যা নির্মূলের উদ্যোগ নিয়েছে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন। এই সমস্যা নির্মূলে এক ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প আয়োজন করা হচ্ছে। আগামী ২ থেকে ১৩ মার্চ পর্যন্ত ১১ দিনের এই ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হবে রামুর চেইন্দাস্থ হোপ হসপিটালে।

দেশের নামকরা একঝাঁক বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন সার্জারি করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সার্জারি শুরু করে হবে। ক্যাম্পে সার্জারির সাথে ওষুধও ফ্রি চিকিৎসা দেয়া হবে।

আগ্রহী রোগীদের অতিদ্রুত রেজিস্ট্রেশন করার জন্য এই মোবাইল নং ০১৮১৮৯২৮৪৯৩ অথবা রিসিপশন, হোপ হসপিটাল, চেইন্দা, দক্ষিন মিঠাছড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রসঙ্গত, হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন ১৯৯৯ সাল থেকে কক্সবাজারের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। কক্সবাজারের কৃতিসন্তান ডা. ইফতিখার মাহমুদ মিনার এই হাসপাতালটি প্রতিষ্ঠান করেন।