মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে হত দরিদ্র মানুষের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। এলজিএসপি-৩ কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুর্গম পাহাড়ি ইয়াংছা হেডম্যান পাড়া, কলারঝিরি পাড়া ও ফুইট্টা বাগান পাড়ার ৩০ পরিবারের মাঝে এসব স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। রোববার সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার আনুষ্ঠানিক ভাবে এ স্যানিটেশন সামগ্রী বিতরণ উদ্ভোধন করেন। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য মো. কামাল উদ্দিন, মো. শহীদুজ্জামান, আপ্রুচিং মারমা, আনাই মারমা সুমি ও পরিষদের সচিব মো. শহীদ হোছাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।