মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত সন্তান কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) দ্বিতীয়বারের মতো পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক প্রাপ্তিতে মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ড তাঁকে সমবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে শনিবার ২২ ফেব্রুয়ারী সংসদের কক্সবাজার জেলা ইউনিট কমান্ড এর বীর মুক্তিযোদ্ধাদের কর্তৃক “প্রীতি সমাবেশ” এর আয়োজন করা হয়। উক্ত প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত সন্তান কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার), মুক্তিযুদ্ধকালীন কক্সবাজারে জয়বাংলা বাহিনীর প্রধান কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, মোহাম্মদ শাহজাহান, আবু তাহের মেম্বার, আহমদুর রহমান সহ বাঙ্গালী জাতির সূর্য সন্তান কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)কে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) তাঁকে সমবর্ধনা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান।