এম আবুহেনা সাগর,ঈদগাঁও :
ঈদগাঁও বাজারে ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মুখোমুখি সাধারন ব্যবসায়ীদের মুক্ত সংলাপ অনুষ্টান সম্পন্ন হয়।
২২ ফ্রেরুয়ারী সন্ধ্যা ৭টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মাঠে ব্যাপক উৎসাহ উদ্দিপনামুখর পরিবেশে এ অনুষ্টান আয়োজন করেছেন,
সামাজিক সংগঠন মিডল কক্স ইউনাইটেড। এ মুক্তসংলাপ অনুষ্টান
কাফি আনোয়ারের সভাপতিত্বে এবং সাকলাইন মোস্তাকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির চৌধুরী হুমু,ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম,জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক। মুলত জবাবদিহিতামুলক কার্যকর ও টেকসই বাজার পরিচালনা কমিটি গঠনের লক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী সকল পদপ্রার্থীদের এক মঞ্চে মুক্ত সংলাপ আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন,বাজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম। বাজার কমিটির নির্বাচনে সকল পদপ্রার্থীরা সহ সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য সরওয়ার কামাল,ঈদগাহ বাজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শওকত আলম,সদস্য কামাল উদ্দিন,তারেক আজিজ,ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর,সাবেক সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত,বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনারস সোসাইটির এডমিন সুমন,মডারেটর আরফাত সানী, আবদুল্লাহ,ওসমান ওয়াহিদ,মিডল কক্স ইউনাইটেড পক্ষে আবছার কামাল,জয়নাল আবেদীন,গিয়াস উদ্দিন রবিনসহ ঈদগাঁও বাজার এলাকার বিপুল সংখ্যক ব্যবসায়ীসহ সাধারন লোকজন।
অনুষ্টান শেষে প্রার্থীদের শপথ বাক্য পাঠ,প্রার্থীদের কাছে প্রশ্নোত্তর পর্ব করা হয়। অনুষ্টানটি প্রজেষ্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।