মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া
চকরিয়ায় উগ্রবাদ ও সহিংসতা নিরসনে যুবক্লাব সদস্যদের জীবন দক্ষতা উন্নয়ন শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকাল ১০টায় চকরিয়া পৌর এলাকার ভরামুহুরীস্থ সার্ভ ট্রেনিং সেণ্টার হল রুমে শুরু করা হয়েছে।
ইসপা সিভিক কনসোটিয়ামের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নোঙর চট্টগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্ততায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের আওতায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে , স্থানীয় যুবক্লাব সদস্যদের কে জীবনদক্ষতা শিক্ষা শীর্ষক এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ১৬ জন পুরুষ ও ৪ জন মহিলা স্থানীয় যুবক্লাব সদস্য অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালাটি আগামী সোমবার শেষ হবে ।

উক্ত প্রশিক্ষণ পরিদর্শন করেন ইপসা সিভিক কনসোর্টিয়াম এর টিম লিডার ও ডেপুটি ডিরেক্টর ইপসা খালেদা বেগম, মনিটরিং অফিসার বনরত্ন তংচনঞা এ প্রশিক্ষণ সহায়কের ভূমিকা পালন করছেন । প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় রয়েছেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ জোবাইদ, ও এখলাছুর রহমান ।

প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শওকত ওসমান বলেন , স্থানীয় যুবক্লাব সদস্যদের মাধ্যমে এলাকার সাধারণ সদস্যরা উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে কার্যকরী ভূমিক পালন করবে । জীবন দক্ষতা মুলক প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে যুব ক্লাব সদস্যরা কর্মক্ষেত্রে তাদের কর্মদক্ষতা বাড়াতে পারবে। তারা এই কর্মদক্ষতার উপর ভর করেই যুবকরা স্বাবলম্বী হয়ে পারিবারিকভাবে স্বচ্ছলতা আনতে পারবে। পাশাপাশি সমাজে শান্তি প্রতিষ্টার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা নিরসনে ভুমিকা রাখতে পারবে এসব প্রশিক্ষিত যুবকরা বলেও জানান তিনি ।