মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আকাশ দেব নাথ (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক পৌরশহরে ৩নং ওয়ার্ডে হিন্দুপাড়া সেনাবাহিনীর ক্যাম্প এলাকার মৃত মিলন দেব নাথের বড় ছেলে।
শনিবার সকাল ৯ টার দিকে নিজ বাড়ির গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, শনিবার সকালে আকাশ নিজ বাড়ির একটি ডাল কাটতে গাছে উঠে। এসময় গাছের নিকটে থাকা বিদ্যুৎ লাইনের ৩৫ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায় আকাশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ জানান, এই বয়সে নিহত আকাশ ছিল দুই পরিবারের আয়ের উৎস। তার অকাল প্রয়াণে পুরো চকরিয়া জুড়ে শোকের ছায়া নেমে আসে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
চকরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।