সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়ার সমিতির আজীবন সদস্যদের সম্মাননাপত্র বিতরণ এবং সমিতির রেজিস্ট্রেশন পুনর্বহালে শোকরানা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের বড়বাজারস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির।
সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাস, আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরী, ব্যবসায়ী নেতা আলহাজ্ব মাওলানা ফিরোজ আহমদ উসমানী, নুরুল আমিন, আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, সমিতির নির্বাচন কমিশনার আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী ও আলহাজ্ব এস্তাফিজুর রহমান।
সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -সমিতির সহসভাপতি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, সহকোষাধ্যক্ষ শাহা আলম, সহক্রিড়া সম্পাদক মোহাম্মদ লোকমান, সদস্য মোহাম্মদ ইউসুফ, হামিদুল আজম বকুল, মোঃ রাশেদুল হক (রাশেদ), নাছির উদ্দিন সুমন, আহমদ কবির।
উল্লেখ্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন স্বাক্ষরে গত ২৬ জানুয়ারী ‘সাতকানিয়া-লোহাগাড়া সমিতি কক্সবাজার’ এর রেজিস্ট্রেশন পূনর্বহাল হয়েছে। যার নং-কক্স ৭৭/৯৫।
সাতকানিয়া-লোহাগাড়া সমিতি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি সমাজের অবহেলিত মানুষের সাহায্য সহযোগিতা করে আসছে। এ সংগঠনটি ১৯৯৫ সালে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে নিবন্ধিত হয়েছিল। ২০১২ সালে সঙ্গত কারণে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়। বর্তমান কার্যকরী কমিটির নেতৃবৃন্দের আন্তরিকতাপূর্ণ কর্মতৎপরতায় রেজিস্ট্রেশন পুনর্বহাল হয়। পুনর্বহাল প্রক্রিয়ায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
সেই সঙ্গে এই প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রাখায় সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুকের প্রতি সমিতির সদস্যবৃন্দ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাতকানিয়া-লোহাগাড়ার সমিতির আজীবন সম্মাননাপত্র বিতরণ ও শোকরানা সভা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।