সিবিএন : কক্সবাজার সরকারী কলেজে নবনির্মিত শেখ হাসিনা ছাত্রী নিবাসে বিদ্যুৎ সংযোগ দিতে দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে। সংযোগ না পাওয়ায় ছাত্রীরা উঠতে পারছেনা । এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ।
জানা গেছে , প্রায় তিন মাস হল কক্সবাজার সরকারি কলেজে শেখ হাসিনা ছাত্রী নিবাস ভবন নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। কিন্তু বিদ্যুৎ বিভাগের দীর্ঘসুত্রিতার কারণে ছাত্রীদের হোস্টেলে উঠাতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। কলেজ ছাত্রলীগের দাবির পরিপ্রেক্ষিতে নামকরণ করা হয় ‘শেখ হাসিনা ছাত্রী নিবাস’।
কলেজ অধ্যক্ষ জানান, বর্তমানে শুধু বিদ্যুৎ এর অভাবে ছাত্রীরা নতুন হোস্টেলে উঠতে পারছে না।বিষয়টি স্হানীয় বিদ্যুৎ বিভাগে কয়েকবার লিখিত ও মৌখিক ভাবে জানালেও এতদিন কোন গুরুত্ব দেয়নি । তাদের কথা মতো বিদ্যুৎ এর তার , মিটারসহ অন্যান্য সরঞ্জামও কিনে রেখেছি। তবে দু’য়েক দিনের মধ্যে সংযোগ প্রদান করবে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছেন।
এ ব্যাপারে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম জানান, এটা খুবই দু:খজনক। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার কাছে আহবান জানাচ্ছি আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনা ছাত্রী নিবাসে বিদ্যুৎ সংযোগ দেয়া না হয় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করা করে ডিম নিক্ষেপ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।