প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারে উচ্চ শিক্ষার সবোর্চ্চ বিদ্যাপীঠ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযোগ্য মযার্দায় আন্তজার্তিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনিমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচী। পরে বিশ্ববিদ্যালয়ের স্ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ সিআইপি’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকতার্ ও শিক্ষাথর্ীদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে ভাষা আন্দোলনে শহীদদের সম্মানে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে হলরুমে পবিত্র কোরান তেলোয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শহীদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন কমিটি’র আহবায়ক বিশ্ববিদ্যালয়ের এইচটিএম বিভাগের প্রধান শাকিল আহমদ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্ট্রাািস্ট বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ সিআইপি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমদ বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় মুক্তি-সংগ্রামের বিজয়ের, জাতীয় স্বাধীনতা অর্জনের পথে রক্তলাল তোরণদ্বার। আমাদের জাতির অন্তরে সঞ্চিত অগ্নিপ্রভ স্বদেশপ্রেমর প্রখর জ্বালামুখ, আমাদের জাতীয় অন্তরে সঞ্চিত অমৃতধারার সংলাপিত ঝরনা। আজকের এই দিনে আমরা স্মরণ করি সেসব মহান শহীদের, যঁাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষার স্বাধীনতা পেয়েছিলাম। যাঁদের ত্যাগের বিনিময়ে আজ আমরা বাঙালীরা বাংলা ভাষাকে আন্তজার্তিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে সম্মানিত হয়েছি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ডিন. ড. জাকির হোসেন, রেজিস্ট্রার খন্দকার এহসান হাবিব । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কমৃকতার্ ও শিক্ষাথর্ীবৃন্দ।