চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে পৌর সদরের পুরাতন বিমান বন্দরস্থ কেন্দ্রিয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করছেন চকরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন ও অর্থ সম্পাদক জহিরুল আলম সাগরের নেতৃত্বে ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।
এরপূূর্বে রাতের প্রথম প্রহরের শুরুতে ধারাবাহিকভাবে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধূরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো.মতিউল ইসলাম, চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টো, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধূরীসহ সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক সংগঠনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
একুশের প্রথম প্রহরে চকরিয়া প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।