প্রেস বিজ্ঞপ্তি :
উৎসবমুখর পরিবেশে কিডস আইটি সেন্টারের নিজস্ব প্রাঙ্গণে বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে “একুশের গল্প বলি” । একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সেন্টারের নিজস্ব প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের সহায়তায় কাগজের তৈরি শহীদ মিনার স্থাপন করা হয় । প্রতিষ্ঠানের সিনিয়র ট্রেইনার মিসেস শামীমা আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আবদুল ওয়াহিদ । উক্ত অনুষ্ঠানে শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন আবৃত্তি প্রশিক্ষক ঐশী দাস পূজা এবং একুশের গল্প পড়ে শোনান প্রতিষ্ঠান ট্রেইনার মিসেস শামীমা । অনুষ্ঠানের শেষ অংশে প্রি-স্কুল, আফটার স্কুল ও শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র এর শিক্ষার্থীরা তাদের নিয়ে আসা ফুল শহীদ মিনারে অর্পণ করে । উল্লেখ্য যে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া পুষ্পস্তবকটি সম্পূর্ণ কাগজের তৈরি ছিল যা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তৈরি করে । উক্ত অনুষ্ঠানে অভিভাবকদের সাথে সাথে কিডস আইটি সেন্টার এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন নয়ন, জেরিন, নওরীন, নেহা, জিমরান ও সাকিব ।