শ্যামল রুদ্র, খাগড়াছড়ি:
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকিতে মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন এবং গুইমারা উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী অমর একুশে বই মেলা।

বৃহস্পতিবার(২০ফেব্রুারী) সকাল ১০টায় বইমেলার ২০২০উদ্বোধন করেন ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শাহরিয়ার জামানএএফ ডব্লিউসি,পিএসসি,জি।এসময় উপস্থিত ছিলেন,১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাজী কাওসার জাহান,জোন টু আইসি মেজর জুনায়েদ বিন কবির,রিজিয়ন জি টু আই মেজর মঈনুল আলম,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মদ,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,উপজেলা আওয়ালীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মেমং মারমা,মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাচাথৌয়ায় মগ,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথৌয়াই চৌধুরী,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,পদস্থ সেনা অফিসার,সাংবাদিক,রাজনৈতিক নেতাকর্মী,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানর শিক্ষক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এছাড়া,নারী-পুরুষ,সাদা কালো,রঙ্গীন পোষাকে মেলায় অংশগ্রহন করে মেলাকে প্রাণবন্ত করেতুলে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মুজিব বর্ষ এবং অমর ২১ মহান শহীদ দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।আয়োজকরা জানান,সকলের জন্য মেলা উন্মুক্ত।শিশু কিশোরসহ সকল বয়সীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে মেলার আয়োজন।