কুতুবদিয়া প্রতিনিধি :
কুতুবদিয়ায় বেড়াতে গিয়ে একদল দুষ্কৃতিকারিদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী । মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ ধুরুং বাতিঘর পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে কৈয়ারবিল সমিতি রোড পাড়ার প্রবাসী মকসুদের পুত্র এসএসসি পরীক্ষার্থী জমির উদ্দিন সহ ৬/৭ জন বন্ধু মিলে কুতুব শরীফ দরবারে বার্ষিক ফাতিহায় যায়। পরে তারা সন্ধ্যায় বাতিঘর দেখতে সমুদ্র সৈকতে বেড়াতে যায়। এসময় স্থানীয় ৮/১০ জন মুখোশ পড়া যুবক তাদের আক্রমন করে। সঙ্গে থাকা সবার মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে দুষ্কৃতিরা। এক পর্যায়ে জমির উদ্দিনের পেটে ছুরি ঢুকিয়ে দেয় যুবকদের একজন। রায়হান, সাকিব,আব্দুল্লাহ,শামীম জানান, তাদের ৪ জনের মোবাইল হামলাকারিরা ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে দ্রুত জমিরকে হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার রেজা। জমির কুতুবদিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে এবার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।