সংবাদ বিজ্ঞপ্তি :

সরকারী গুরুত্বপূর্ণ সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে হাজারো মানুষের ফুলেল ভালবাসায় সিক্ত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। মঙ্গলবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্খি ও পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ হাজারো মানুষের শুভেচ্ছা ভালবাসায় সিক্ত হন তিনি। এর আগে ৭ দনের সরকারী সফর শেষে সোমবার ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মেয়র মুজিব।

এদিকে কক্সবাজার জেলা, পৌর আওয়ামী লীগ ও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত পরিষদসহ বিভিন্ন সহযোগি সংগঠনের পক্ষ থেকেও বিমানবন্দরে উঞ্চ গণসংবর্ধনা দেয়া হয় তাঁকে। এতে মেয়র মুজিব খুব বেশি অভিভূত হন। আজীবনের জন্য কৃতজ্ঞতাও জানান সব শ্রেণী পেশার মানুষের প্রতি।

এ সময় জেলা আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, উপদেষ্টা আলহাজ¦ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ বাঙ্গালী, আলহাজ¦ সোনা আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ-সভাপতি হাজী এনামুল হক, আসিফ উল মওলা, সাইফুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমদুল করিম মাদু, জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নবনির্বাচিত কার্যকরী সদস্য নাছির উদ্দিন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, প্যানেল মেয়র-৩ শাহেনা আকতার পাখি, মিজানুর রহমান, কাজী মোরশেদ আহমদ বাবু, কক্সবাজার পৌরসভার সচিব রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম, কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান, শ্রমিক লীগ নেতা খলিল উল্লাহ চৌধুরী, পৌর শ্রমিক লীগের আহবায়ক শাহেদুল আলম রানা।

প্রসঙ্গত: কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান United Cities and Local Governments Asia Pacifc (UCLG-ASPAC) United Nations Devetopment Pargramme (UNDP) কতৃক সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত World Urban Farum ১০ম সম্মেলনে যোগদান শেষে ১৭ ফেব্রুয়ারি রাতে দেশে ফিরছেন। এর আগে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে ৮দিনের সরকারী সফর করেন মেয়র মুজিবুর রহমান।