মোহাম্মদ উল্লাহ, চকরিয়া :
কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক সোহেল রানার নির্দেশে অভিযানে চালিয়ে চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিটের ছাইল্যাতলী ঘোনার সংরক্ষিত বনাঞ্চল জায়গা জবর দখল করে অবৈধ ভাবে বাড়ী নির্মাণ করার সময় ১৫টি ঘর গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। এসময় সরকারী সংরক্ষিত প্রায় ১০ একর জায়গা দখল অবৈধ দখল মুক্ত করা হয়।
গত ১৭ ফেব্রুযারী সোমবার দুপুর ১টায় থেকে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম নেতৃত্বে কাকারা বিট কর্মকর্তা হুমাইন কবিরসহ চকরিয়া থানার পুলিশের সহয়াতায় জবর দখলও অবৈধ ভাবে গড়ে তোলা এসব বসতি গুড়িয়ে হয়।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম বলেন, আরএস খতিয়ান নং-৪৮৫০ ভুক্ত সরকারী সংরক্ষিত বনাঞ্চল জায়গা স্থানীয় কিছু লোক দখল করে বিভিন্ন এলাকা থেকে আসা লোকদের কাছে বিক্রি করে। পরে তারা বসতঘর তৈরি করে বসবাস করতেছে।
কাকারা ইউনিয়ানের চেয়ারম্যান শওকত ওসমান কাছে বনবিভাগের অবৈধ দখল উচ্ছেদ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ দিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী চক্র সরকারী সংরক্ষিত বনাঞ্চল দখল করে পাহাড় কেটে সমান করে এসব বাড়ী ঘর নির্মাণ করে আসছিল দীর্ঘ ধরে।