নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের শহরের পূর্ব মোহাজেরপাড়া এলাকায় জাফর আলম নামে এক মুদি দোকানির উপর হামলা ও লুটপাট করা হয়েছে। এতে ওই দোকান মালিকসহ অন্তত তিনজন আহত হয়। এসময় হামলাকারীরা নগদ টাকা ও মালামালসহ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
গত সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত দশটার দিকে পূর্ব মোহাজের পাড়ার ১০ নং গলিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মৃত আবুল হোসেনের ছেলে জাফর আলম, তার ছেলে সাইফুল ইসলাম ও নুরুল আলমের মেয়ে ইয়াসমিন আক্তার। তার মধ্যে জাফরের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় সন্ত্রাসী হাসপাতাল সড়কের ত্রাস তারেকুল ইসলাম, কালামিয়া মাঝির ছেলে আকাশ, সোহেল, রীনা, রুমা জাফরের দোকানে লুটপাট করে নিয়ে যায়।
জাফরের স্ত্রী সেলিনা আক্তার জানান, ইয়াবা সেবনকারীরা দীর্ঘদিন ধরে ৬ হাজার টাকা বাকি করে আমাদের দোকানে। ওই টাকা চাওয়ায় তারা আমাদের উপর হামলা করেছে। আমার স্বামী এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি এর সুবিচার দাবি করছি ও মামলার প্রস্তুতি চলছে।