এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ ফের্রুয়ারি) বিকাল তিনটায় উপজেলার বরইতলী ইউনিয়নের পাহাড়তলী তালিমুল কোরআন মাদ্রাসার এতিমখানায় অবস্থানরত ৩১ জন এতিমদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষক রাহিম উল্লাহ মিসবাহ’র সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ, বন্ধুসভার চকরিয়া উপজেলা সভাপতি শোয়াইবুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনারুল হক ছোটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুরাদ, সাংগঠনিক সম্পাদক আয়দাতুল আরনা, মাদ্রাসার শিক্ষক আজিজ উল্লাহ্ মামুন, মাওলানা আব্দুছালাম, খোরশেদ আলম ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. কামাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রথম আলো শুধুমাত্র একটি পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান। বন্ধুসভার মাধ্যমে মানবিক ও সমাজসেবামূলক নানা কর্মসূচি পালন করছে পত্রিকাটি। প্রথম আলো শিক্ষার্থীদের নিয়ে গণিত উৎসব, ফিজিক্স অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, ইন্টারনেট উৎসবসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মেধাবিকাশে ভুমিকা রাখছে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে বন্ধুসভার সদস্যরাই সবার আগে ছুটে যান। এ জন্যে প্রথম আলোর উপর আস্থা রাখছে কোটি মানুষ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।